বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন বিনিয়োগকারীরা
দেশের শেয়ারবাজারের লেনদেন ও মূল্যসূচক নিয়মিত কমছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক কমে দাঁড়ায় ৯১ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। লেনদেনও ছিল ১২৭ কার্যদিবসের মধ্যে সর্বনিম্নে।
রাজনৈতিক অস্থিরতায় পতনপ্রবণ বাজারে বিনিয়োগে আগ্রহ কমেছে বিনিয়োগিকারীদের। আর আসন্ন বাজেটে শেয়ারবাজারের জন্য প্রণোদনা না থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে হতাশ বাজারসংশ্লিষ্টরা।
ডিএসইর লেনদেনের শুরু থেকেই বিক্রির চাপ বাড়তে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। ডিএসইর প্রধান মূল্যসূচক ৬৯ পয়েন্ট কমে দাঁড়ায় ৪৬৫৪ দশমিক ৯৫ পয়েন্টে। অন্য দুটি সূচকও কমে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৪ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার টাকার সিকিউরিটি। আগের দিন লেনদেন হয় ২০৬ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের দিনের চেয়ে আজ লেনদেন কমেছে প্রায় ২২ কোটি টাকা। মোট লেনদেন হওয়া ৩০৮টি সিকিউরিটির মধ্যে দাম কমেছে ২৫৬টির, বেড়েছে ২৫টির ও অপরিবর্তিত ছিল ২৭টির দর।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ১৫ কোটি ৯৪ লাখ টাকার সিকিউরিটি, যা আগের দিনের চেয়ে প্রায় দুই কোটি টাকা কম। মোট লেনদেন হওয়া ২৩৭টি সিকিউরিটির মধ্যে দাম কমেছে ২০৫টির, বেড়েছে ২০টির ও অপরিবর্তিত ছিল ১২টির।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনে এগিয়ে থাকা ১০টি সিকিউরিটি হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট, আমরা টেকনোলজিস, সিঅ্যান্ডএ টেক্সটাইল, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, সাইফ পাওয়ারটেক, ফার্মা এইডস, সিভিওপিআরএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি সিকিউরিটি হচ্ছে- এআইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, লিবরা ইনফিউশন, ন্যাশনাল টি, দ্বিতীয় আইসিবি, আইসিবি প্রথম এনআরবি, ফার্মা এইডস, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড-১, এবিবি প্রথম মিউচুয়াল ফান্ড, আইপিডিসি ও ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক।
বেশি দাম হারানো ১০টি সিকিউরিটি হচ্ছে- মডার্ন ডায়িং, শাহজিবাজার পাওয়ার, সপ্তম আইসিবি, জেমিনি সি ফুড, ন্যাশনাল ফিডস, স্টাইলক্র্যাফট, জুট স্পিনার্স, শ্যামপুর সুগার, হামিদ ফেব্রিকস ও পঞ্চম আইসিবি।