রিজার্ভ চুরির পুরো ঘটনা বের করা প্রথম কাজ : নতুন গভর্নর
রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার পুনরাবৃত্তি রোধ ও বাংলাদেশ ব্যাংকের সংকট সমাধানের প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন গভর্নর ফজলে কবির। তিনি বলেছেন,অর্থ চুরির পুরো ঘটনা তদন্তের মাধ্যমে বের করাই হবে তাঁর প্রথম কাজ।
আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ফজলে কবির।
নতুন গভর্নর বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী যে আস্থা রেখে আমাকে এ দায়িত্ব দিয়েছেন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রতিপালনের জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। যে বিপর্যয় হয়ে গেছে, এতে কোনো ক্ষতিপূরণ করার দরকার আছে কি না, তা দেখা হবে এবং এটির যেন আর পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে আমরা সবাই বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় থাকব।’ এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, অর্থ চুরির বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের কারো সঙ্গে কথা হয়নি।
গতকাল বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় ফজলে কবিরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। তাকে চার বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক অর্থ সচিব ফজলে কবির সোনালী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।
গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। চলতি মাসে এই চুরি যাওয়ার ঘটনাটি প্রকাশিত হয়। এ ঘটনার জের ধরে গত মঙ্গলবার গভর্নর পদ থেকে সরে দাঁড়ান ড.আতিউর রহমান।