বিমান থেকে ৬১ কেজি সোনা উদ্ধার
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬১ কেজি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা, যার দাম ৩০ কোটি টাকা। আজ সোমবার সকালে বিমানবন্দরের রানওয়েতে থাকা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-০৪৮ থেকে এই সোনা উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মাইনুল খানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, দুবাই থেকে চট্টগ্রাম হয়ে সকাল সাড়ে ৮টায় বিমানবন্দরে পৌঁছে বিমানটি। বিমানটির টয়লেটের জানালার প্যানেলের পেছনে সোনার বারগুলো লুকানো ছিল।
সোনা উদ্ধার শেষে এক সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাজিবর রহমান বলেন, বিমানটির টয়লেট থেকে ৪৮৫টি ও ৪৯৫টি করে দুটি চেইন উদ্ধার করা হয়েছে। এ চোরাচালানের সঙ্গে বিমানের পাইলটসহ একজন সেকশন কর্মকর্তা জড়িত। এরই মধ্যে তদন্ত চালানো হয়েছে। শিগিরিই তাঁদের ধরা হবে।
নিরাপত্তা জোরদার করায় সম্প্রতি চোরাচালান কিছুটা কমেছে বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান।
এই ৬১ কেজিসহ গত দেড় বছরে মোট ৮১৭ কেজি সোনা শাহজালাল বিমানবন্দর থেকে উদ্ধার করা হলো। এর মধ্যে ২০১৪ সালেই ৬৪৩ কেজি সোনা উদ্ধার করা হয় বলে বাসস জানিয়েছে।
আরো তল্লাশি চালানোর জন্য ওই বিমানটি শুল্ক গোয়েন্দার তত্ত্বাবধানে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মাইনুল খান। তিনি বলেন, ৬১ কেজি ১৪৮ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। এখনো কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।