বাসে রবির ওয়াইফাই সেবা চালু
দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, বিমানবন্দর, রেলস্টেশনসহ বিভিন্ন পরিবহনে ইন্টারনেট নিশ্চিত করতে ওয়াইফাই সেবা দিবে বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। আজ মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী বাসে ওয়াইফাই সেবা চালুর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রাজধানীর একটি হোটেলে ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ওয়াইফাই হটস্পটের মাধ্যমে দেশজুড়ে ইন্টারনেট সেবা পৌঁছাতে প্রকল্প হাতে নিয়েছে রবি। প্রকল্পটির আওতায় আগামী ছয় মাসে ৫০০টি শীর্ষস্থানীয় রেস্তোরাঁ, ক্যাফে ও রিটেইল আউটলেট, ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১০টি বিমানবন্দর ও রেল স্টেশন এবং ৩৫০টি বাস, ট্যাক্সি ও ট্রেনে উচ্চগতির ওয়াইফাই সেবা প্রদান করা হবে।
প্রতিমন্ত্রী তারানা হালিম এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘এর মাধ্যমে আমার একটি স্বপ্ন পূরণ হলো। এক সময় ভাবতাম বাসে ট্রেনে স্টেশনে সবাই ইন্টারনেট ব্যবহার করবে এখন সেটা সত্যি হতে চলেছে।’
তারানা হালিম বলেন, ‘ইন্টারনেট সেবা বিস্তারে আমরা নানা পরিকল্পনা নিয়েছি। এগুলোর লক্ষ্য হলো, প্রত্যন্ত অঞ্চলে সাশ্রয়ী ইন্টারনেট সহজলভ্য করা। এ ক্ষেত্রে রবির উদ্যোগ প্রশংসনীয়। আমি আশা করি সঠিক সময়ে সঠিক জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। কেননা এসব জায়গাতেই ইন্টারনেট ব্যবহার বেশি হয়।’
তারানা হালিম আরো বলেন, ‘জাতীয় বাতায়নের তথ্য ভয়েস কলের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিয়ে ও তরুণ প্রজন্মকে ইন্টারনেটের নিরাপদ ব্যবহারের পরামর্শের উদ্যোগ প্রশংসনীয়। অন্যান্য অপারেটর যদি এই উদ্যোগ নেয় তাহলে আমাদের সবার উন্নয়নের স্বপ্ন বাস্তবায়িত হবে।’
রবির করপোরেট বিভাগের প্রধান মতিউল ইসলাম নওশাদ বলেন, ‘জনগণের জন্য প্রযুক্তি সহজলভ্য করতে রবির এ উদ্যোগ। এর ফলে ডিজিটালাইজেশনে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান আরো এগিয়ে যাবে।’
অনুষ্ঠানে উপস্থিত রবির প্রধান নির্বাহী সুপুন বীরাসিংহে বলেন, ‘সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে রবি অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নের মূল হাতিয়ার ইন্টারনেটের সহজলভ্যতা। এজন্য ডিজিটাল বৈষম্য দূর করতে কাজ করে যাচ্ছে রবি।’
অনুষ্ঠানে জানানো হয়, যেসব গ্রাহকরা কমপক্ষে ১ জিবির মোবাইল ইন্টারনেট প্যাক কিনেছেন তারা এই ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। বাস, ট্যাক্সি ও ট্রেনে ওয়াইফাই ব্যবহার উপযোগী মোবাইল ফোন থাকলে যে কেউ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
ওয়াইফাই হটস্পট স্থাপন ও রক্ষণাবেক্ষণের জন্য অ্যাকসেসটেল, কিউবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রবি। বাস ও ট্রেনে ওয়াইফাই স্থাপনের জন্য চুক্তি হয়েছে কোলেসের সঙ্গে।