সাউথইস্ট ব্যাংকের এজিএম কাল
শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল সকাল ১০টায় রাজধানীর বারিধারায় বসুন্ধরা কনভেনশন সেন্টার-২-তে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এ হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৮ পয়সা ও সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬ টাকা ৭৭ পয়সা।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পক্ষ থেকে ১৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেওয়া হয়েছে। এ হিসাব বছরে এর মুনাফা হয়েছে ৩৩৭ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা, ইপিএস ৩ টাকা ৮৭ পয়সা ও শেয়ারপ্রতি এনএভি ২৫ টাকা ১১ পয়সা।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৬ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ২০ টাকা ২০ পয়সা। সর্বশেষ এর দাম দাঁড়িয়েছে ১৭ টাকা।