শাশা ডেনিমসের পর্ষদসভা বৃহস্পতিবার
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমসের পরিচালনা পর্ষদের সভা আগামী বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এ সভায় তাঁরা কোম্পানির ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের পর্যালোচনা করবেন। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে (গত বছরের জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে আট কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় এক টাকা ৮৫ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে কর-পরবর্তী লোকসান ছিল চার কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা ও শেয়ারপ্রতি লোকসান ৮৮ পয়সা।
চলতি বছরের ৫ মার্চ ডিএসইতে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়। আজ এর দাম কমেছে ৩ দশমিক ৮৭ শতাংশ বা এক টাকা ৬০ পয়সা। সমন্বয় শেষে দাম দাঁড়িয়েছে ৪০ টাকা ৬০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৫ দশমিক ১৫।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ২২৫ কোটি টাকা ও পরিশোধিত মূলধনের পরিমাণ ৯৮ কোটি আট লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ২৫১ কোটি ৪৫ লাখ টাকা। বাজারে মোট শেয়ার নয় কোটি ৮০ লাখ ৭৬ হাজার ২০০টি; যার মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪৬ দশমিক ২৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৭ দশমিক ৮৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৫ দশমিক ৮৮ শতাংশ।