বেসিসের নির্বাচন চলছে
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) কার্যনির্বাহী কমিটির নির্বাচন কারওয়ান বাজারে বেসিসের কার্যালয়ে সকাল ১০টায় শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। দুই বছর (২০১৬-১৯) মেয়াদের জন্য এ নির্বাচন হচ্ছে।
বেসিসের নির্বাচনে 'দ্য চেঞ্জ মেকার্স' ও 'ডিজিটাল ব্রিগেড' প্যানেলের পাশাপাশি চার স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেনারেল ক্যাটাগরিতে ৩৬৪ জন ও অ্যাসোসিয়েটে ১৪৮ জন ভোটার ভোট দেবেন এবারের নির্বাচনে।
বেসিস সদস্য-প্রতিষ্ঠানের স্বার্থকেই সবার আগে গুরুত্ব দেবে দ্য চেঞ্জ মেকার্স। এ প্যানেলের নেতা মাইক্রোসফট বাংলাদেশের সোনিয়া বশির কবির।
দ্য চেঞ্জ মেকার্সের অন্য সদস্যরা হলেন- মোস্তফা রফিকুল ইসলাম (ফ্লোরা টেলিকম), সৈয়দ আলমাস কবির (মেট্রোনেট বাংলাদেশ), সুফি ফারুক ইবনে আবু বকর (ইভাটিক্স), আজমল হক (ডিজিকন গ্লোবাল সার্ভিস], নাজমুল করিম চৌধুরী (গণনা টেকনোলজিস), সাব্বির রহমান (থার্ডবেল এন্টারটেইনমেন্ট) ও সাইদুল ইসলাম মজুমদার (মজুমদার আইটি)। সহযোগী সদস্য ক্যাটাগরিতে রয়েছেন জামান খান (জামান আইটি)। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন এনামুল হক (এসটিএম ভিশন ইনফোটেক), রাশাদ কবির (ড্রিম ৭১ বাংলাদেশ), খন্দকার আবদুল হাফিজ (আই সফটওয়্যার) ও আবদুল মতিন ভুঁইয়া (অ্যাবকো ওভারসিজ করপোরেশন)।
দেশের পক্ষে, দেশীয় সফটওয়্যারের পক্ষে কাজ করবে ডিজিটাল ব্রিগেড। এ প্যানেলের দলনেতা আনন্দ কম্পিউটার্সের মোস্তাফা জব্বার।
ডিজিটাল ব্রিগেডের অন্য সদস্যরা হলেন- ফারহানা এ রহমান (ইউ ওয়াই সিস্টেমস), রাসেল টি আহমেদ (টিম ক্রিয়েটিভ), এম রাশিদুল হাসান (সিস্টেক ডিজিটাল), মোস্তাফিজুর রহমান (অ্যাডভান্স ইআরপি বিডি), এ কে এম আহমেদুল ইসলাম (এটম এপি), রিয়াদ এস এ হুসেইন (ম্যাগনিটো ডিজিটাল) ও দেলোয়ার হোসেন (র্যাডিসন ডিজিটাল টেকনোলজিস)। এ প্যানেলে সহযোগী সদস্য ক্যাটাগরিতে আছেন উত্তম কুমার পাল (বেস্ট বিজনেস বন্ড)।