জাহিনটেক্সের মুনাফা বেড়েছে ২.৩৮ গুণ
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা ২ দশমিক ৩৮ গুণ বেড়েছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে (চলতি বছরের জানুয়ারি-মার্চ) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে চার কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৭০ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল এক কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা ও ইপিএস ২৯ পয়সা।
অন্যদিকে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত কোম্পানিটির মুনাফা হয়েছে ছয় কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা এবং ইপিএস এক টাকা তিন পয়সা। আগের হিসাব বছরের ২৭ লাখ ৭০ হাজার টাকা ও ইপিএস ৪ পয়সা।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ বা এক টাকা ২০ পয়সা। দিনভর দাম ১২ টাকা ৯০ পয়সা থেকে ১৩ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ১৩ টাকা ৪০ পয়সায়, যা সমন্বয় শেষে একই ছিল। গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১১ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ১৩ টাকা ৭০ পয়সা।
এ কোম্পানির অনুমোদিত মূলধন ১২০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৬২ কোটি ৬২ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৮৮ কোটি ৭২ লাখ টাকা।