২০১৩ সালের ডিসেম্বরের পর সর্বনিম্নে ডিএসইর প্রধান সূচক
দেশের শেয়ারবাজারের সূচকের পতনপ্রবণতা অব্যাহত রয়েছে। ঝুঁকি এড়াতে শেয়ার বিক্রি করে দূরে সরে থাকছেন অধিকাংশ বিনিয়োগকারী। ফলে আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৬১ শতাংশ শেয়ারের দাম কমেছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০১৩ সালের ১ ডিসেম্বরের পর সর্বনিম্নে দাঁড়িয়েছে। ওই দিন ডিএসইর প্রধান সূচক ছিল ৪১৪৭ পয়েন্ট, যা আজ দাঁড়িয়েছে ৪২৫২ পয়েন্টে।
আজ ডিএসইতে সূচক কমলেও লেনদেন ৮৫ কোটি ৭৬ লাখ ৪৪ হাজার টাকা বেড়েছে। লেনদেনে এগিয়ে থাকা কোম্পানির তালিকায় জায়গা করে নিয়েছে নতুন তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানি। তবে শাশা ডেনিমস ও সাইফ পাওয়ারটেকের লেনদেন বাড়ায় মোট লেনদেনে অগ্রগতি হয়েছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক অস্থিতিশীলতা কিছুটা কমলেও দেশের অর্থনীতির বিভিন্ন খাতে সংকট চলছে। দেশের বেশির ভাগ ব্যবসা সেবাভিত্তিক হওয়ায় সংশ্লিষ্ট ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এখনো স্বাভাবিক পর্যায়ে আসেনি। পাশাপাশি সিটি নির্বাচন নিয়েও রয়েছে উদ্বিগ্নতা। এর নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে পড়ছে। এতে বাজারের সার্বিক পরিস্থিতি প্রায় ১৬ মাস আগের অবস্থানে ফিরে গেছে।
ডিএসইতে আজ মোট ৩০৯টি কোম্পানির ১১ কোটি ২৩ লাখ ৪৫ হাজার ৬০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৫২৫ কোটি ৫৮ লাখ ৪৮ হাজার ৩৩২ টাকা, যা আগের দিনের চেয়ে ৮৫ কোটি ৭৬ লাখ টাকা বেশি। লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির দাম।
ডিএসইর প্রধান সূচক আগের কার্যদিবসের চেয়ে পয়েন্ট ৩০ পয়েন্ট কমে ৪২৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্যসূচক ১০.৬৮ পয়েন্ট কমে ১৬২১.৫৬ পয়েন্ট ও শরিয়াহ সূচক ৩.৫৩ পয়েন্ট কমে ১০৪১.৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো ইউনাইটেড পাওয়ার, কেপিসিএল, ওয়েস্টার্ন মেরিন, এসিআই লিমিটেড, সাইফ পাওয়ার, শাশা ডেনিমস, এমজেএল বিডি, সামিট অ্যালায়েন্স, ইফাদ অটোস ও বারাকা পাওয়ার।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো বিএসসিসিএল, জেমিনি সি ফুড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, হামিদ ফেব্রিকস, ইফাদ অটোস, সামিট অ্যালায়েন্স, খান ব্রাদার্স, এনটিসি ও সিভিওপিআরএল।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো ঢাকা ব্যাংক, জাহিন টেক্সটাইল, এপেক্স ট্যানারি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার, ইউনাইটেড ইন্স্যুরেন্স, এসিআই ফরমুলেশন, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, গ্রামীণ স্কিম-২ ও পিপলস লিজিং।