ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ৪.৩৫%
শেয়ারবাজারে তালিকাভুক্ত বড় মূলধনী কোম্পানি ইসলামী ব্যাংকের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা বেড়েছে ৪ দশমিক ৩৫ শতাংশ। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪০ কোটি সাত লাখ ৮০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২৫ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৩৮ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা ও ইপিএস ২৪ পয়সা।
২০১৪ সালের সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। আগামী ১৩ জুন সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
গত এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৫ টাকা ৬০ পয়সা ও সর্বোচ্চ ১৯ টাকা ৭০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ কোম্পানির শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৬.৭৫।