কর বন্ধের হুমকি চট্টগ্রামের ব্যবসায়ীদের
ব্যবসার পরিবেশ সৃষ্টি করতে না পারলে সরকারকে মূল্য সংযোজন কর (মূসক) ও কর দেওয়া বন্ধের হুমকি দিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। রাজনৈতিক সহিংসতা নিরসনে এফবিসিসিআইয়ের আহ্বানে সাড়া দিয়ে আজ রোববার চট্টগ্রামের ব্যবসায়ীরাও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহাবুব আলম এ হুমকি দেন।
নগরীর আগ্রাবাদে চেম্বার কার্যালয়ের সামনে জাতীয় পতাকা হাতে অবস্থান নেন ব্যবসায়ীরা। এ সময় এফবিসিসিআইয়ের সদস্য এম এ সালাম, সৈয়দ জামাল উদ্দিন, মহিলা চেম্বারের সহসভাপতি আইভী হাসান, ব্যবসায়ী নেতা সালামত উল্লাহ, বারভিডার সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম বাবর বক্তব্য রাখেন।
ব্যবসায়ীরা জানান, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি ও সহিংসতার কারণে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এতে উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে।
এফবিসিসিআইয়ের সদস্য এম এ সালাম বলেন, জাতীয় পতাকা নিয়ে আজ ব্যবসায়ীরা রাস্তায় নেমেছেন। সবার ওপরে দেশ। দেশ বাঁচাতে সব দলকে একসঙ্গে আলোচনায় বসতে হবে।