মূল্যস্ফীতি কমাতে হলে উৎপাদন বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, মূল্যস্ফীতি কমাতে হলে উৎপাদন বাড়াতে হবে। জিনিসপত্রের দাম বাড়লেও বাজারে টাকা দিয়ে এগুলো কিনতে পাওয়া যাচ্ছে। বৈশ্বিক কারণে দ্রব্যমূল্য বাড়ছে। এটাকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদের সরবরাহ বাড়াতে হবে। আমাদের এ মুহূর্তে চাল ও ডলারের উপর নিয়ন্ত্রণ করতে হবে। দেশে বৈষম্য দৃশ্যমানভাবে বাড়ছে।
আজ শনিবার (২৭ মে) দেশের জনপ্রিয় ও দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে ‘কেমন বাজেট চাই' বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে এনটিভির স্টুডিওতে এ অনুষ্ঠান হয়।
আগামী ১ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এনটিভি আয়োজিত এ অনুষ্ঠান আগামী অর্থবছরের বাজেটকে সামনে রেখে জনভাবনা, ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা, সরকারের পরিকল্পনা তুলে ধরেন সরকারের মন্ত্রী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীসহ বিশিষ্টজনেরা।
এ অনুষ্ঠানের জন্য এনটিভি পরিবারকে ধন্যবাদ জানিয়ে এমএ মান্নান বলেন, শিক্ষার ব্যাপারে সরকারের উদ্যোগ হচ্ছে শিক্ষাকে কর্মমুখী করা। এটি করতে পারলে জনগণ হবে আমাদের জনশক্তি। আমাদের দক্ষ জনশক্তি খুব বেশি প্রয়োজন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের বাজেট হতে হবে বাস্তবায়নযোগ্য, সহজ ও জনগণের বোধগম্য। আমাদের দেশে বৈষম্য দৃশ্যমান ভাবেই বাড়ছে। এটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। যাদের আয় নেই, তাদের জন্যই আমাদের সরকার কাজ করছে।
এনটিভির হেড অব নিউজ জহিরুল আলমের সঞ্চালনায় বাজেট নিয়ে মতামত ও বিশ্লেষণ তুলে ধরার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নানান প্রশ্নের জবাব দেন, কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান ও বিকেএমইয়ের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।