বাড়ছে সাইকেলের দাম
আসন্ন প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১ লাখ ১ হাজার ২৭৮ কোটি টাকা বেশি।
আজ বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করেন তিনি। এর আগে জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাইসাইকেলের দাম বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। স্থানীয় বাইসাইকেল উৎপাদনকারী শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প হিসেবে দেশীয় উদ্যোক্তারা স্প্রোকেট ও ফ্রি হুইল উৎপাদন করে থাকেন। ফলে ফ্রি হুইল স্প্রোকেট হুইল বাইসাইকেলসহ এ জাতীয় বাইসাইকেল পার্টসের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে৷