বরাদ্দ কমছে তথ্য মন্ত্রণালয়ে
গত অর্থ বছরের তুলনায় এবার বরাদ্দ কমছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মন্ত্রণালয়টির জন্য বরাদ্দ রাখা হয়েছে এক হাজার ৫০ কোটি টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় ৮৩৯ কোটি এবং উন্নয়ন ২১২ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ইতিহাসের বৃহত্তম এই বাজেটের আকার সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদনের পর বিকলে ৩টা ৫মিনিটে অর্থমন্ত্রী জাতীয় সংসদে উপস্থাপন করেন।
২০২২-২৩ অর্থ বছরে বাজেটে মন্ত্রণালয়টির জন্য বরাদ্দ ছিল ১ হাজার ৯৯ কোটি টাকা। আর সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল এক হাজার ৩৭৫ কোটি টাকা। অর্থাৎ, মন্ত্রণালয়টির বরাদ্দ কমেছে ৩২৫ কোটি টাকা।
পরিচালন বাবদ ২০২২-২৩ অর্থ বছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় হয়েছে ৮৫৪ কোটি টাকা। উন্নয়ন ব্যয় হয়েছে ৫২১ কোটি টাকা। ২০২২-২৩ অর্থ বছরের মূল বাজেটে পরিচালন বরাদ্দ ছিল ৮১৬ কোটি টাকা এবং উন্নয়ন বরাদ্দ ছিল ২৮২ কোটি টাকা। আর ২০২১-২২ অর্থ পরিচালন ব্যয় ছিল ৭৫১ কোটি টাকা এবং উন্নয় ব্যয় ছিল ২২৫ কোটি টাকা।