মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা ১২ হাজার ৫০০ মার্কিন ডলার
প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ‘স্মার্ট বাংলাদেশ’ পরিকল্পনার আওতায় ২০৪১ সালের মধ্যে মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কমপক্ষে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার।
আজ বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট বক্তব্যে এ লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, “আমাদের স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় হবে কমপক্ষে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার। দারিদ্র্যসীমার নিচে থাকবে ৩ শতাংশের কম মানুষ। চরম দারিদ্র্য নেমে আসবে শূন্যের কোঠায়। মূল্যস্ফীতি সীমিত থাকবে ৪-৫ শতাংশের মধ্যে। বাজেট ঘাটতি থাকবে জিডিপির ৫ শতাংশের নিচে। রাজস্ব- জিডিপি অনুপাত হবে ২০ শতাংশের ওপরে, বিনিয়োগ হবে জিডিপির ৪০ শতাংশ।”
অর্থমন্ত্রী আরও বলেন, ‘শতভাগ ডিজিটাল অর্থনীতি আর বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক স্বাক্ষরতা অর্জিত হবে। সকলের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে। স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা, টেকসই নগরায়ণসহ নাগরিকদের প্রয়োজনীয় সকল সেবা থাকবে হাতের নাগালে। তৈরি হবে পেপারলেস ও ক্যাশলেস সোসাইটি।’