প্রস্তাবিত বাজেটে টাকা আসবে যেসব খাত থেকে
প্রস্তাবিত ২০২৩-২৪ বাজেটে যেসব খাত থেকে সরকার আগামী অর্থবছরের জন্য টাকা জোগাড় করবে সেগুলো হলো- সরকার মোট কর আদায় করবে চার লাখ ৫০ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জোগাড় করে দেবে চার লাখ ৩০ হাজার কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর বাবদ আয় হবে ২০ হাজার কোটি টাকা। কর ছাড়া আয় করবে ৫০ হাজার কোটি টাকা। বৈদেশিক অনুদান বাবদ পাওয়া যাবে ৩ হাজার ৯০০ কোটি টাকা।
নতুন ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ঘাটতি জিডিপির ৫ দশমিক ২ শতাংশের ঘরে রাখা হয়েছে। টাকার অঙ্কে ঘাটতি বাজেটের পরিমাণ (অনুদানসহ) ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। ঘাটতি মেটাতে বিদেশি ঋণ বাবদ পাওয়া যাবে এক লাখ ২ হাজার ৪৯০ কোটি টাকা। সরকার অভ্যন্তরীণ বিভিন্ন খাত থেকে ঋণ নেবে এক লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা। অভ্যন্তরীণ ঋণের মধ্যে সরকার ব্যাংক ব্যবস্থাপনা থেকে নেবে ১ লাখ ২ হাজার ৩৯৫ কোটি টাকা, সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে নেবে ১৮ হাজার কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে নেবে ৫ হাজার কোটি টাকা।
নতুন বাজেট কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে। নতুন বছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থমন্ত্রী। তাই সরকার যেভাবেই হোক আগামী অর্থবছরে মূল্যস্ফীতির লাগাম ৬ শতাংশের মধ্যেই টেনে রাখতে চায়। নতুন অর্থবছরের জিডিপি হার নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। নতুন অর্থবছরে মোট জিডিপির পরিমাণ ধরা হয়েছে ৫০ লাখ ৬ হাজার ৭৮২ কোটি টাকা।