ধর্ম মন্ত্রণালয়ের জন্য দুই হাজার ৫০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
ধর্ম মন্ত্রণালয়ের জন্য আগামী ২০২৩-২৪ অর্থবছরে দুই হাজার ৫০৯ কোটি ২১ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরে এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল দুই হাজার ৩৫৩ কোটি ১৪ লাখ টাকা। সংশোধিত বাজেটে এর পরিমাণ দাঁড়িয়েছে চার হাজার ৬০ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার টাকা।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল বৃহস্পতিবার (১ জুন) বিকেলে জাতীয় সংসদে আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ধর্ম মন্ত্রণালয়ের জন্য এ অর্থ বরাদ্দের প্রস্তাব করেন।
এরমধ্যে পরিচালন খাতে ৩৩৩ কোটি ছয় লাখ টাকা এবং উন্নয়ন খাতে দুই হাজার ১৭৬ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
২০২৩-২৪ অর্থবছরে ধর্ম মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য উন্নয়ন কর্মসূচির মধ্যে রয়েছে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনসহ (২য় সংশোধিত) মোট ১০টি প্রকল্প অথবা কর্মসূচি বাস্তবায়ন।
এর আগে ২০২৩-২৪ অর্থবছরে সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভায় বিশেষ প্রস্তাবিত বৈঠকে অনুমোদন দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। এরপর মন্ত্রিসভায় অনুমোদিত বাজেট সংসদে উপস্থাপনের অনুমতি দিয়ে তাতে সম্মতিসূচক স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিন বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির দপ্তরে অফিস করেন তিনি।
স্বাধীন বাংলাদেশের ৫২তম এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি তাঁর পঞ্চম বাজেট ঘোষণা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের শেষ বাজেট।