‘দেশে মোবাইলফোনের সিম ব্যবহার করেন ১৮ কোটি, ইন্টারনেট ১৩ কোটি’
দেশে ব্যবহৃত মোবাইলফোন সিমের সংখ্যা ১৮ কোটি, ইন্টারনেট ব্যবহারকারী ১৩ কোটি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বৃহস্পতিবার (১ জুন) সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উত্থাপনের সময় এই মন্তব্য করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যথাক্রমে ১৮ কোটি এবং ১৩ কোটির বেশি। সংযোগ, দক্ষ মানবসম্পদ, ই-গভর্নমেন্ট এবং আইসিটি শিল্পের প্রসার—এই চারটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে সরকার ডিজিটাল বাংলাদেশ নির্মাণে কাজ করছে।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘এই চারটি ক্ষেত্রেই আমাদের অগ্রগতি ও অর্জন অভূতপূর্ব। আমাদের সরকারের উদ্যোগে ইন্টারনেট ব্যান্ডউইথ প্রতি এমবিপিএস বর্তমানে ৩০০ টাকার কম দামে পাওয়া যাচ্ছে।’
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে ২০২৩-২৪ অর্থবছরে সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন দেওয়া হয়।
এরপর মন্ত্রিসভায় অনুমোদিত বাজেট সংসদে উপস্থাপনের অনুমতি দিয়ে তাতে সম্মতিসূচক স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিন বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির দপ্তরে অফিস করেন তিনি।
স্বাধীন বাংলাদেশের ৫২তম এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি তাঁর পঞ্চম বাজেট ঘোষণা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের শেষ বাজেট।