ব্যাংক ঋণে গ্রাহক পর্যায়ে বাড়ল সুদের হার
দেশের তফসিলি ব্যাংকগুলোতে ঋণ বিতরণে নতুন নিয়ম করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে এক অঙ্কে সুদে ঋণ বিতরণে সীমা তুলে দেওয়া হয়েছে। নতুন নিয়মে ঋণে গ্রাহক পর্যায়ে সুদহার ১০ শতাংশ করার কথা বলা হয়েছে। আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে নতুন নিয়ম।
আজ রোববার (১৮ জুন) ২০২৩-২৪ অর্থবছরের ষান্মাসিক সময়ের জন্য মুদ্রানীতি শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ রেট (স্মার্ট) ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এ মুদ্রানীতি ঘোষণা করেন।
নতুন নিয়মের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. হাবিবুর রহমান বলেন, ‘নতুন সুদহার ব্যবস্থাটিই শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ রেট বা স্মার্ট। ১৮২ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের ছয় মাসের গড় সুদহারের সঙ্গে সর্বোচ্চ তিন শতাংশ সীমা দেওয়া থাকবে। বর্তমানে ট্রেজারি বিলের গড় সুদহার সাত দশমিক এক শতাংশ। অর্থাৎ, গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার হবে ১০ দশমিক এক শতাংশ।’
এই অর্থনীতিবিদ বলেন, ‘নতুন এই মুদ্রানীতিতে রেপো ও রিভার্স রেপোর সুদ হার বাড়ানোর কথা বলা হয়েছে। আগামী জুলাই মাস থেকে রেপো সুদহার ছয় শতাংশ থেকে বাড়িয়ে ছয় দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আর রিভার্স রেপো চার দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে চার দশমিক ৫০ শতাংশ করা হয়েছে।’