ব্র্যাক ব্যাংক ম্যানেজমেন্ট টিমের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে ব্র্যাক ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম। আজ সোমবার (৭ আগস্ট) ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেনের নেতৃত্বে ম্যানেজমেন্ট টিম এ শ্রদ্ধা নিবেদন করে।
৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ম্যানেজমেন্ট টিমের সদস্যরা জাতির পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। এরপর তাঁরা সমাধিস্থলে নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান। এরপর টিম লিডার সেলিম আর এফ হোসেন সেখানে রক্ষিত দর্শনার্থী বইয়ে প্রশংসামূলক নোট লিখেন।
এ সময় সেলিম আর এফ হোসেন বলেন, ‘আমরা অনেক ভাগ্যবান। আমরা বঙ্গবন্ধুকে আমাদের নেতা হিসেবে পেয়েছিলাম। তিনি আমাদের একটি স্বাধীন দেশের নাগরিক হওয়ার সুযোগ করে দিয়ে গেছেন। আমরা বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছি। বঙ্গবন্ধুর অবদান ও আত্মত্যাগ বাংলাদেশের মানুষ শতাব্দীর পর শতাব্দী মনে রাখবে। আমরা তাঁর কাছে চিরকৃতজ্ঞ।’
পরে এই টিমের সদস্যরা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে আরও গভীরভাবে জানতে তাঁর পৈতৃক বাড়ি ঘুরে দেখেন।
এ সময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও এম মাসুদ রানা এফসিএ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেন এবং ব্র্যাক ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন জানান, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক দোয়া মাহফিলের আয়োজন করার পাশাপাশি ব্যাংকের সব শাখায় শোক ব্যানার প্রদর্শন করবে। এ ছাড়া থাকবে বৃক্ষরোপণ কর্মসূচি। ব্যাংকের কর্মীরা আগস্ট মাসজুড়ে কালো ব্যাজ ধারণ করবেন।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেওয়ার ভিশন নিয়ে ২০০১ সালে যাত্রা শুরু করে ব্র্যাক ব্যাংক। যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে রয়েছে ব্যাংকটির শেয়ার। ১৮৭টি শাখা, ২০টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস, এক হাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং আট হাজারেরও বেশি কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক করপোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সব প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। চৌদ্দ লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২২ বছর দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই ব্যাংক।