ডলার ধরে রাখার সীমা অর্ধেকে নামিয়ে আনল কেন্দ্রীয় ব্যাংক
আন্তব্যাংক মার্কেটে সংকট কাটাতে ও প্রবাহ বাড়াতে রপ্তানিকারকদের ডলার ধরে রাখার সীমা ৫০ শতাংশ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন পণ্য রপ্তানিকারকরা তাদের প্রত্যাবর্তিত রপ্তানি আয়ের ৬০ শতাংশ পর্যন্ত ধরে রাখতে পারতেন। কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে তারা ৩০ শতাংশ ধরে রাখতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে, রপ্তানিকারকেরা তাদের প্রত্যাবর্তিত রপ্তানি আয়ের একটি অংশ ইআরকিউ অ্যাকাউন্টে রাখতে পারেন। সে অর্থ দিয়ে তারা কাঁচামাল কিনতে ও আমদানি অর্থ প্রদান করতে পারেন।
ন্যাপথা, ফার্নেস অয়েল, বিটুমিন, আমদানিকৃত কাপড় দিয়ে বানানো তৈরি পোশাক, ইলেকট্রনিক পণ্য এবং আরও অনেক কিছুর জন্য রপ্তানি আয় ধরে রাখার পরিমাণ আগের ১৫ শতাংশ থেকে কমিয়ে সাত দশমিক পাঁচ শতাংশ করা হয়েছে। এ ছাড়া আইটি সেক্টরের বেলায় এই সীমা ৩৫ শতাংশ রাখা হয়েছে, যা এতদিন ছিল ৭০ শতাংশ। ব্যাংক কর্মকর্তারা বলেন, রেমিট্যান্স আয় ও প্রবাসীদের রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে, যে কারণে মার্কেটে ডলারের ফ্লো কমে এসেছে। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।