ইসলামী ব্যাংকগুলোর কার্যক্রম প্রসঙ্গে যা জানাল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেছেন, তারল্য সংকটে থাকা পাঁচ ইসলামী ব্যাংককে ২০ কর্মদিবসের মধ্যে চলতি হিসাবের ঘাটতি পূরণ করতে বলা হয়েছে। তবে ঘাটতি পূরণ করতে না পারলে, এসব ব্যাংকের লেনদেন বন্ধের ঘোষণার কোনো সিদ্ধান্ত হয়নি বরং তা সতর্ক বার্তা। গতকাল রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মেজবাউল হক বলেন, আইএমএফের ঋণ পাবার পর ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বাংলাদেশের রিজার্ভ।