ডিসেম্বর রেমিট্যান্স এলো প্রায় ১৯৯ কোটি ডলার
দেশে প্রবাসীদের আয় বা রেমিট্যান্স আসা বেড়েছে। সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগের মাসে (নভেম্বর) ১৯৩ কোটি ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল দেশে।
আর ২০২৩ সালের ডিসেম্বরে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তার আগের বছর ২০২২ সালের ডিসেম্বরের চেয়ে ২৯ কোটি এক লাখ ৭০ হাজার ডলার বেশি এসেছে। ২০২১ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৯৭ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম (জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত) ৬ মাসে এক হাজার ৭৯ কোটি ৮২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার আয় দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। তার আগের ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে পাঠিয়েছেন এক হাজার ৪৯ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকা। সেই হিসাবে এ অর্থবছরের প্রথম ছয় মাসে ৩০ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বেশি এসেছে।