হুয়াওয়ে ও ইজেনারেশনের যৌথ সেমিনার
ক্রমবর্ধমান প্রযুক্তির এই যুগে, হুয়াওয়ে দক্ষিণ এশিয়া এবং দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইজেনারেশন লিমিটেড যৌথভাবে ‘ডিজিটাল ট্রান্সফর্মেশন ফর কন্টিনিউয়াস বিজনেস গ্রোথ’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করেছে। সেমিনারে ডিজিটাল ট্রান্সফরমেশনের সাম্প্রতিক উদ্ভাবনগুলোকে প্রদর্শন করার পাশাপাশি হুয়াওয়ের অত্যাধুনিক প্রযুক্তি সলিউশন যথা আইপি ও ডেটাকম, ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স), ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) এবং মডুলার ডেটা সেন্টারে (এমডিসি) সম্পর্কে আলোচনা হয়।
সম্প্রতি ঢাকার হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে অনুষ্ঠিত এই সেমিনারে আইসিএক্স প্রতিষ্ঠানগুলো থেকে কর্মকর্তারা, সিদ্ধান্ত গ্রহণকারী এবং তথ্যপ্রযুক্তি পেশাজীবীরা একত্রিত হয়। যেহেতু ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে ব্যবসার ক্রমাগত বৃদ্ধির লক্ষ্য পূরণে হুয়াওয়ে এবং ইজেনারেশন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং আইসিএক্স প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান সমূহে ডেটা সেন্টার সলিউশন প্রদান করছে, সেই অভিজ্ঞতার আলোকে হুয়াওয়ে এবং ইজেনারেশনের উল্লেখযোগ্য সলিউশনের মূল দিকগুলো নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে হুয়াওয়ে ও ইজেনারেশনের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা ‘ডিজিটাল ট্রান্সফরমেশন উইথ হুয়াওয়ে সলিউশন: আইপি ও ডাটাকম’; ‘ডিজিটাল ট্রান্সফরমেশন ফর কন্টিনিউস বিজনেস উইথ হুয়াওয়ে সলিউশন: আইসিএক্স ও আইজিডব্লিউ’ এবং ‘ডিজিটাল ট্রান্সফরমেশন উইথ হুয়াওয়ে সলিউশন: এমডিসি’র ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করে।
ইজেনারেশনের স্ট্রাটেজিক সেলস বিভাগের পরিচালক এমরান আবদুল্লাহ বলেন, ‘অনুষ্ঠানটিতে প্রেজেন্টেশনগুলো খুবই তথ্যবহুল ছিল এবং আমরা নিশ্চিত যে, এই সলিউশনগুলো অবশ্যই বাংলাদেশের ব্যবসায় সার্বিক উন্নয়নে অবদান রাখবে।’
ইজেনারেশনের চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম বলেন, ‘এই সেমিনারটি নতুন-নতুন উদ্ভাবন ও পারস্পরিক ব্যবসায়িক সহযোগিতার একটি অনন্য উদাহরণ। তিনি আরও বলেন হুয়াওয়ে আজ যে সলিউশনগুলি উপস্থাপন করেছে তা ব্যবসায়ের পরিবেশকে সুগঠিত করতে এবং আগের তুলনায় অনেক বেশি লাভজনক ও সাশ্রয়ী হয়ে উঠার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে।’
হুয়াওয়ে দক্ষিণ এশিয়া এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ডেপুটি সিইও ঝ্যাংচেং (জাস্টিন) বলেন, ‘ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে হুয়াওয়ে পুরো শিল্পখাতকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসায় বৃদ্ধির জন্য ডিজিটাল অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং উৎপাদন থেকে শুরু করে ব্যবসায়ের বিভিন্ন পর্যায়ে এটি চালু করার সুযোগ রয়েছে। সেমিনারে হুয়াওয়ে তার প্রেজেন্টেশনের মাধ্যমে ডিজিটাল ট্রান্সফরমেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সক্ষমতা প্রদর্শন করেছে, তা বাংলাদেশের ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
‘ডিজিটাল ট্রান্সফর্মেশন ফর কন্টিনিউয়াস বিজনেস গ্রোথ’ সেমিনারটি অংশগ্রহণকারী বিশেষজ্ঞদের উদ্ভাবনী ও উন্নত প্রযুক্তি এবং এ সম্পর্কিত কৌশলগত জ্ঞান অন্বেষণ করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করেছে। ইজেনারেশন এবং হুয়াওয়ে দক্ষিণ এশিয়াউভয়ে মিলে ডিজিটাল উদ্ভাবনে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। এর ফলে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলি ডিজিটালাইজেশনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন ব্যবসায় বিকাশের নতুন যুগে প্রবেশের জন্য প্রস্তুত।