শীতার্তদের কম্বল বিতরণ করল ইউনিয়ন ব্যাংক
রাজধানীর বিভিন্ন স্থানে অসহায়, অসুস্থ ও শীতার্তদের কম্বল বিতরণ করেছে ইউনিয়ন ব্যাংক পিএলসি। সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ বি এম মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, ২০নং ওয়ার্ড কাউন্সিলর মো. নাছির এবং ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান ইভিপি মো. মাইনুল ইসলাম চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নিবার্হীসহ ঢাকার স্থানীয় ব্যক্তিরা।