আমাকে ভয় দেখাইয়া লাভ নাই : গভর্নর
আমার চেয়ার হারানোর ভয় নাই, কোনো হুমকিও ভয় পাই না। তাই এসব ভয় দেখাইয়া লাভ নাই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। আজ বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে মুদ্রানীতি ঘোষণাকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, আমি সচিব ছিলাম, এক বছরের বেশি সময় চাকরি ছিল। এখন গভর্নর হয়েছি চুক্তিভিত্তিক নিয়োগে। আমি চাইলে চাকরি ছেড়ে দিতে পারবো। আবার সরকার চাইলেও আমাকে সরিয়ে দিতে পারে। তবে আমার চেয়ার হারানোর ভয় নাই, কোনো হুমকিও ভয় পাই না। এসব ভয় দেখাইয়া লাভ নাই।
আব্দুর রউফ তালুকদার আরও বলেন, ইসলামী ব্যাংকগুলোর কাঠামোতে সমস্যা ছিল। সেখানে তারল্য সংকট হয়েছে অন্য কারণে, তাদের সুকুক বন্ড রয়েছে টোটাল ইসলামী ব্যাংকের দুই শতাংশ। অন্য ব্যাংকগুলোয় তারল্য সংকট ছিল। তবে তাদের বন্ডে বিনিয়োগ থাকায় তারা টাকা পেয়েছে।
দেশের ৫২ বছরের ইতিহাসে কোনো ব্যাংক বন্ধ হয়নি, হবেও না মন্তব্য করে গভর্নর আরও বলেন, আমরা আগেই দুর্বল ব্যাংকগুলো চিহ্নিত করেছিলাম। সেই দুর্বল ব্যাংকগুলোর দুর্বলতা কাটিয়ে উঠতে সময় লাগবে। তারা খারাপের দিকে যায়নি, আর দুর্বলতা কাটিয়ে উঠবে।