বৃদ্ধির একদিন পরই কমল স্বর্ণের দাম
স্বর্ণের দাম বাড়ার একদিন পরই কমে গেছে। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বাজুস জানায়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে এক লাখ ১০ হাজার ৬৯১ টাকা।
বাজুস আরও জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণের) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে নতুন এই দাম কার্যকর করা হবে।
এর আগে গতকাল সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ এক হাজার ৪০০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী ভালো মানের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হতো এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা। তবে, ভ্যাট ও মজুরিসহ এ দাম আরও বেশি হতো।