অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কর সুবিধা বহাল থাকছে
কর সুবিধা চলতি অর্থবছরেও পেতে যাচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো। অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডের (এএএমসিএমএফ) দাবির মুখে ফের একই সুবিধার মেয়াদ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির করহার সুবিধা বহাল থাকছে জানিয়ে এনবিআরের এক কর্মকর্তা বলেন, গত এক যুগ ধরে প্রতিষ্ঠানগুলো মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর ১৫ শতাংশ হারে কর দিচ্ছে। চলতি অর্থবছরেও সেই সুবিধাগুলো থাকবে।
বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) তথ্য মতে, দেশে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সংখ্যা ৬৪টি। ২০১৩ সালের ২৭ নভেম্বর এসআরও এর মাধ্যমে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসমূহের কেবল মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর প্রদেয় আয়কর প্রজ্ঞাপন জারির তারিখ হতে ১০ বছরের জন্য ১৫ শতাংশ নির্ধারণ করা হয়। যার মেয়াদ ২০২৩-২০২৪ করবর্ষে উত্তীর্ণ হয়। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই কর সুবিধার মেয়াদ বৃদ্ধি করেছে। কোম্পানিগুলোর কেবল মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর প্রদেয় করহার ২০২৫-২০২৬ করবর্ষ পর্যন্ত ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছে এনবিআরের আয়কর বিভাগ।
এ বিষয়ে এনবিআরের একাধিক কর্মকর্তা বলেন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো দেশে বিশ্বমানের প্রশিক্ষিত তহবিল ব্যবস্থাপক তৈরি করছে। এ ছাড়া বিনিয়োগ তহবিল ব্যবস্থাপক, গবেষণা বিশ্লেষক, মূল্যায়ন বিশেষজ্ঞের মতো দক্ষ কর্মী নিয়োগের সক্ষমতা তৈরি করে দেশের অর্থনীতি ও পুঁজিবাজার উন্নয়নে অবদান রাখছে। গত এক দশকে অ্যাসেট ম্যানেজমেন্ট সেক্টরে দক্ষ কর্মশক্তির ফান্ড ম্যানেজারদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে ইতিবাচক অবদান রাখছে। এসব বিবেচনায় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোতে কেবল মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর প্রদেয় করহার ২০২৫-২০২৬ করবর্ষ পর্যন্ত ১৫ শতাংশ নির্ধারণের করার প্রস্তাব করা হয়।