টিকিটে ভ্যাট মওকুফ চাচ্ছে মেট্রোরেল, দেবে না এনবিআর
মেট্রোরেলের টিকিটে ভ্যাট মওকুফ পেতে নানামুখী চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অপরদিক রাজস্ব আদায়ের ধারাবাহিকতা ধরে রাখতে মেট্রোরেলের টিকিটে ভ্যাট মওকুফ অব্যাহতি দেবে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর সূত্রে এ তথ্য জানা যায়।
মেট্রোরেলের টিকিটে ভ্যাট মওকুফ নিয়ে দুই পক্ষে মধ্যে চলছে আলোচনা। চলছে যুক্তি। পরে এনবিআরের সিদ্ধান্তের কথা সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে জানায় মেট্রোরেল কর্তৃপক্ষ। এ বিষয়ে শিগগিরই অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।
গত ৪ এপ্রিল এনবিআর আগামী অর্থবছর (জুলাই-জুন) থেকে মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্তের কথা মেট্রোরেল কোম্পানিকে জানিয়ে দেওয়া হয়। এ নিয়ে মেট্রোরেল কোম্পানির কর্তৃপক্ষ এনবিআরের চেয়ারম্যানকে চিঠি দেয়। জনস্বার্থে মেট্রোরেলের টিকিটে ভ্যাট আরোপ না করার আহ্বান জানিয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, শীতাতপ নিয়ন্ত্রিত রেল টিকিটে ১৫ শতাংশ ভ্যাট বসানোর বিধান আছে। কিন্তু মেট্রোরেল একটি গণপরিবহণ। ভ্যাট বসানো হলে যাত্রীদের ওপর বাড়তি চাপ পড়বে।
এনবিআরের ওপর রাজস্ব আদায়ের চাপ আছে জানিয়ে সংস্থাটির এক কর্মকর্তা জানান, আবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এমন শর্ত আছে যে বিভিন্ন ক্ষেত্রে কর অব্যাহতি প্রত্যাহার করতে হবে। এসব চিন্তা করে মেট্রোরেলের টিকিটে ভ্যাট মওকুফের সময়সীমা আর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, চালুর পর থেকে মেট্রোরেল সেবার ওপর ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে। গত বছর থেকে মতিঝিল পর্যন্ত চলছে মেট্রোরেল।