আসন্ন বাজেটে তিনটি ঝুঁকি দেখছে সিপিডি
আসন্ন বাজেটে তিনটি ঝুঁকি যুক্ত হয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি করবে বলে আশংকা করছে সেন্টার ফর পিলিসি ডায়লগ (সিপিডি)। সিপিডি বলছে এবার বাজেটে অনিয়ন্ত্রিত উচ্চ মূল্যস্ফীতি, অভ্যন্তরীণ ও বিদেশি ঋণের বোঝা এবং জিডিপির প্রবৃদ্ধির ধারার শ্লথ গতি যুক্ত হচ্ছে।
আজ রোববার (৫ মে) রাজধানীর একটি হোটেলে সিপিডির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, দেশের অর্থনীতিতে এখন তিনটি সমস্যা যুক্ত হয়েছে। গত দুই বছর ধরে বাংলাদেশের উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এটি এখন অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলেছে। দ্বিতীয়ত, আমাদের ঋণের ঝুঁকি বাড়ছে। এ ঋণ শুধু বিদেশি ঋণ না, অভ্যন্তরীণ ব্যক্তিখাতের ঋণের দায়দেনাও বাড়ছে। তৃতীয়ত, দেশের প্রবৃদ্ধির হার শ্লথগতির হয়ে পড়েছে। এটি হয়েছে কর আহরণ কম হওয়ার কারণে, এ খাত না বেড়ে আরও সংকুচিত হয়েছে।
একটি জরিপের তথ্য তুলে ধরে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ৬৪ শতাংশ বলেছে তাদের কোনো বাজেট প্রত্যাশা নেই। তারা কর্মসংস্থান চায়, মানসম্মত শিক্ষা চায়, সম্প্রসারিত সামাজিক সুরক্ষা চায়।