স্মার্ট সুদহার পদ্ধতি বাতিল, বাড়ল ডলারের বিনিময় হার
এসএমএআরটি বা স্মার্ট সুদহার পদ্ধতি বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। আবার ঋণের সুদহার বাজারভিত্তিক করার ঘোষণা দিয়ে নীতি সুদহার বাড়ানো হয়। একই সাথে মার্কিন ডলারের বিনিময় হার বা রেট নির্ধারণ হয় ১১৭ টাকা। এতে টাকার মান আরও কমল। গতকাল বুধবার (৮ মে) বাংলাদেশ ব্যাংক এসব সংক্রান্ত পৃথক পৃথক সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গতকাল বুধবার মনিটারি পলিসি কমিটির (এমপিসি) সভার সিদ্ধান্ত অনুযায়ী, মূল্যস্ফীতির প্রত্যাশা কাংঙ্খিত মাত্রায় নিয়ন্ত্রণের লক্ষ্যে নীতি সুদহার বিদ্যমান শতকরা ৮ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৮ দশমিক ৫০ শতাংশে নির্ধারণ করা হয়েছে। আবার স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) বিদ্যমান ৯ দশমিক ৫০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ১০ শতাংশে নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) বিদ্যমান ৬ দশমিক ৫০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৭ শতাংশে নির্ধারণ করা হয়েছে। যাতে নীতি সুদহার করিডোরের সীমা ১৫০ বেসিস পয়েন্টে অপরিবর্তিত থাকে। সুদহারকে বাজার ভিত্তিক করার লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিতরণ ঋণের ক্ষেত্রে বর্তমানে প্রযোজ্য রেফারেন্স রেট স্মার্টকে বিলুপ্ত করা হলো। এতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর চাহিদা—যোগান এবং ব্যাংকার—গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে সুদহার নির্ধারণ করতে পারবে।
অপরদিক, বৈদেশিক মুদ্রাবাজারে অধিকতর নমনীয়তা আনয়নের লক্ষ্যে বৈদেশিক মুদ্রার বেচাকেনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক “ক্রলিং পেগ” বিনিময় হার ব্যবস্থা প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে। নতুন বিনিময় হার ব্যবস্থায় “ক্রলিং পেগ মিডরেট” ১১৭ টাকা প্রতি মার্কিন ডলার নির্ধারণ করা হয়। বাংলাদেশ ব্যাংক সময়ে সময়ে প্রবর্তমান নতুন ব্যবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট “প্যারামিটার” সমূহ সমন্বয় করবে। “ক্রলিং পেগ” বিনিময় হার ব্যবস্থাকে অদূর ভবিষ্যতে সম্পূর্ণ বাজারভিত্তিক নমনীয় বিনিময় হার ব্যবস্থায় ফিরে যাবার পূর্বে একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা বলে গণ্য করা হবে।