বন্দরের সমস্যায় ভুগছে ব্যবসায়ীরা : এফবিসিসিআই সভাপতি
ব্যবসায়ীদের হয়রানি থেকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেছেন, বেশকিছু খাতে ব্যবসা করতে গিয়ে অনেক সমস্যা মোকাবিলা করতে হয়। বিশেষ করে আইনকানুনের জটিলতা, বন্দরের সমস্যা। এসব কারণে ব্যবসায়ীদের নানান ভাবে ভুগতে হচ্ছে। এ পরিস্থিতিতে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে হলে ক্ষুদ্র, মাঝারি থেকে শুরু করে বৃহৎ সব খাতে মূসক ও শুল্কের জটিলতা দূর করতে হবে।
আজ মঙ্গলবার (১৪ মে) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বাধা ও সম্ভাব্য সমাধান শীর্ষক সেমিনারে মাহবুবুল আলম এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। আরও বক্তব্য দেন ঢাকায় জার্মান দূতাবাসের উপপ্রধান জায়ান জানোভস্কি।
মাহবুবুল আলম বলেন, নানাবিধ জটিলতার কারণে বাংলাদেশ যেমন সহজে ব্যবসার সূচকে পিছিয়ে যাচ্ছে, তেমনি ব্যবসার খরচও বেড়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে অটোমেশনের বিকল্প নেই, শুল্ক বিভাগ থেকে শুরু করে রাজস্ব বিভাগ, সবখানেই এটা করা যায়। সরকারের বিভিন্ন সংস্থা ব্যবসা সহজীকরণে কাজ করছে। ব্যবসায়ীরা এ ক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুত।
মাহবুবুল আলম আরও বলেন, বিডার মতো যেসব প্রতিষ্ঠান ব্যবসা সহজীকরণে কাজ করছে, তারা অনেক ক্ষেত্রে ক্ষমতাহীন। আবার বিডার সব সেবা সহজে পাওয়া গেলেও অন্যখানে বিলম্ব হয়। এখানেই বাংলাদেশ পিছিয়ে পড়ে। এক দরজায় সেবা দেওয়ার পরিধি বৃদ্ধি করা গেলে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) প্রবাহ বাড়বে।
অনুষ্ঠানে দেশের ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদেরা উপস্থিত ছিলেন।