বাংলাদেশ ব্যাংকে সকালে এক নিয়ম বিকেলে অন্য কথায় পরিবর্তন : ড. সালেহ উদ্দিন
বাংলাদেশ ব্যাংক এখন সকালে এক রকম নিয়ম করে, আর বিকেলে আরেক জনের কথা শুনে তা পরিবর্তন করে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ।
আজ বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে ব্যাংক খাতের ওপর সিপিডি আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।
সিপিডির সম্মানীয় ফেলো ড. মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সংলাপটি অনুষ্ঠিত হয়। সংলাপে অংশ নেন সাবেক পরিকল্পমন্ত্রী আব্দুল মান্নান, আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ।
সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে শক্তভাবে ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ ব্যাংক এখন সকালে এক রকম নিয়ম করে, বিকেলে আবার আরেক জনের কথা শুনে তা পরিবর্তন করে। আইনে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্বশাসন দেওয়া আছে। তা অর্জন করতে হবে।’
সুদহার, ডলারের দর অনেক আগেই বাড়ানো দরকার ছিল জানিয়ে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘কিন্তু তা না করায় ভালো করতে গিয়ে মানুষের ওপর চাপ বাড়ছে। শুধু সংকোচনমূলক মুদ্রানীতি, ডলারের দর বাড়িয়ে বা সুদহার বাড়িয়ে প্রবৃদ্ধি হবে না। প্রবৃদ্ধির জন্য ক্ষুদ্র, মাঝারি শিল্প, কৃষিতে ঋণ বাড়াতে হবে।’