যেমন হলো ক্রীড়াঙ্গনের বাজেট
পেশ হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট। আগের চেয়ে ক্রীড়াখাতে বরাদ্দ বেড়েছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এবার বাজেট বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছে ২,২১২ কোটি টাকা। বিদায়ী অর্থবছরের থেকে যার পরিমাণ ৯০৯ কোটি টাকা বেশি।
আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ শুরু হয়। সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ ক্রীড়াখাতের বাজেট পরিবেশন করা হয়। এবারের বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। এটি দেশের ৫৩তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম বাজেট।
এবারের বাজেটে সরকার ক্রীড়ার মানোন্নয়ন ও খেলাধুলার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া ক্লাবে ক্রীড়া সামগ্রী ও আর্থিক অনুদান প্রদানসহ আধুনিক স্টেডিয়াম, জিমনেসিয়াম, সুইমিং পুলসহ বিভিন্ন ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে বরাদ্দ দিয়েছে।
এর আগে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ১,৩০৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছিল। পরে সংশোধিত বাজেটে তা বেড়ে দাঁড়ায় ১,৫১৭ কোটি টাকা।
জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর আগে প্রচলিত রীতি অনুযায়ী, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে দুপুর ২টার দিকে মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন করা হয়। ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে সংসদে পাস হয়ে ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে।