ব্যাংক থেকে ঋণ নেওয়ায় চিন্তার কারণ নেই : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ব্যাংক থেকে ঋণ নেওয়া একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর। এটা সব বাজেটে সব অর্থমন্ত্রী ও সব সরকারই করেন এবং উন্নত দেশে এর আকার অনেক বেশি। তাই ব্যাংক থেকে ঋণ নেওয়ায় চিন্তার কারণ নেই।
আজ শুক্রবার (৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে ব্যাংকের তারল্য সংকটের বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নে আরও বলেন, তারল্য সংকটের বিষয়টি বিভিন্নভাবে আমরা জেনেছি ও দেখতে পাচ্ছি।
ব্যাংকের তারল্য সংকটের সময় আপনি ব্যাংক থেকে বিপুল পরিমাণ তারল্য বের করার প্রস্তাব দিয়েছেন প্রস্তাবিত বাজেটে। এই ক্ষেত্রে এতগুলো রিস্ক নেওয়ার ফলে বেসরকারি ব্যাংকে তারল্য সংকট দেখা দিবে কিনা ? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমরা তো ব্যাংক থেকে ঋণ নেওয়ার বিষয়টি এবার ৫ শতাংশের মধ্যে ধরে রেখেছি। কাজেই এটা এত বেশি গুরুত্বপূর্ণ নয়। এটা নিয়ে আপনাদের চিন্তার কোন কারণ নেই।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ছাড়াও উপস্থিত আছেন পরিকল্পনামন্ত্রী, শিক্ষামন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, অর্থ সচিবসহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
গতকাল বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব জাতীয় সংসদে পেশ করেন অর্থমন্ত্রী। এটি তার প্রস্তাবিত প্রথম বাজেট। তার এই প্রস্তাবিত বাজেটের আকার প্রায় ৮ লাখ কোটি টাকা। আজ সংবাদ সম্মেলনে এই বাজেট সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন অর্থমন্ত্রী।