বেনজীরের কালো টাকার বিষয়ে যা বললেন এনবিআর চেয়ারম্যান
সাবেক আইজিপি বেনজীরের কালো টাকা সাদা করার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. রহমাতুল মুনিম বলেছেন, এটি ফৌজদারি ও আইনি প্রক্রিয়া।
আজ শুক্রবার (৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। এদিন বিকেল ৩টার দিকে শুরু হয় ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটোত্তর সংবাদ সম্মেলন। এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন বেনজীর আহমেদ কী তার কালো টাকা সাদা করতে পারবেন? এসময় এনবিআর চেয়ারম্যান বলেন, বেনজীরের বিষয় কীভাবে বৈধভাবে পরে। এটাতো কেসের (মামলা) মধ্যে পরে গরে। এতো ঢালাওভাবে আমরা এটাকে বলতে চাই না।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ছাড়াও উপস্থিত আছেন পরিকল্পনামন্ত্রী, শিক্ষামন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, অর্থ সচিবসহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
গতকাল বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব জাতীয় সংসদে পেশ করেন অর্থমন্ত্রী। এটি তার প্রস্তাবিত প্রথম বাজেট। তার এই প্রস্তাবিত বাজেটের আকার প্রায় ৮ লাখ কোটি টাকা। আজ সংবাদ সম্মেলনে এই বাজেট সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন অর্থমন্ত্রী।