নিট রিজার্ভ এখন ১ হাজার ৬৭৭ কোটি ডলার
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) স্বীকৃত নিয়ম অনুসরণ করে নিট রিজার্ভের (এনআইআর) তথ্য ফের জানাল বাংলাদেশ ব্যাংক। বর্তমানে দেশে নিট রিজার্ভ পরিমাণ ১ হাজার ৬৭৭ কোটি ডলার।
আজ বুধবার (২ জুলাই) ব্যাংকটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এনটিভি অনলাইনকে বলেন, বাংলাদেশ ব্যাংকের গতকাল ২ জুলাই গ্রস হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ৬৮৮ কোটি ডলার। আর নিট রিজার্ভ ১ হাজার ৬৭৭ কোটি ডলার।
এর আগে গত সোমবার রাতে মেজবাউল হক প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের নিট রিজার্ভের তথ্য জানিয়েছিল, সেই হিসেবে বাংলাদেশ ব্যাংকের গত জুন শেষে গ্রস হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছিল দুই হাজার ৬৮১ কোটি ৫০ লাখ ডলার। আর নিট রিজার্ভ দাঁড়িয়েছিল ১ হাজার ৬০৩ কোটি ডলার। তবে আন্তর্জাতিক মানদণ্ড (বিপিএম৬) অনুসারে এই রিজার্ভের পরিমাণ দুই হাজার ১৮৩ কোটি ৮০ লাখ ডলার।