ভেঙে দিচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংকের পর্ষদ
এস আলমের নিয়ন্ত্রণে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা পর্ষদ ভেঙে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ব্যাংকটির উদ্যোক্তা ও স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে নতুন পর্ষদ গঠন হচ্ছে। শিগগিরই কেন্দ্রীয় ব্যাংক নতুন পর্ষদ সদস্যদের তালিকা ব্যাংকটিতে পাঠাবে। আজ রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা এ কথা বলেন।
এর আগে গত সপ্তাহে ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকের বেশিরভাগ শেয়ার এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকায় ব্যাংকটির পর্ষদ গঠিত হয়েছে স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে। অপরদিক ন্যাশনাল ব্যাংকে পুরোনো পরিচালকদের মধ্য থেকে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর নেতৃত্বে পর্ষদ গঠিত হয়। এছাড়া এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও বাংলাদেশ কমার্স ব্যাংকের পর্ষদ পর্যায়ক্রমে ভেঙে দেওয়া হবে, এমন পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।
আলোচিত ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে দেওয়ার প্রসঙ্গে গত বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, পর্যায়ক্রমে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা অন্য ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে দেওয়া হবে। তবে এনিয়ে তড়িঘড়ি করা হবে না।