এস আলমমুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংক পেল নতুন পর্ষদ
এস আলমমুক্ত হলো সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। এর পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর (অব.) ডা. মো. রেজাউল হক। ব্যাংকটির উদ্যোক্তা শেয়ারহোল্ডার তিনি।
আজ রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি) মো. হারুন-অর-রশিদ সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মেজর (অব.) ডা. মো. রেজাউল হক ছাড়াও প্রজ্ঞাপনে সোশ্যাল ইসলামী ব্যাংকেরে এই পর্ষদে চার স্বতন্ত্র পরিচালক নিয়োগ পেয়েছেন। তারা হলেন— বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সের সাবেক অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, রূপালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ আলম খন্দকার এবং চার্টার্ড একাউন্টেন্ট মো. আনোয়ার হোসেন।