স্বাভাবিক অবস্থায় ফিরেছে পোশাক খাত
সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাক খাত স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কোনো ধরনের অস্থিরতা নেই।
আজ বুধবার (১৬ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় পোশাক খাতের সর্বশেষ পরিস্থিতি জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত সাভার-আশুলিয়া এলাকার ৪০১টি কারখানার মধ্যে একটি ছাড়া বাকি কারখানা খোলা ছিল।
নারায়ণগঞ্জে সব কারখানা চালু রয়েছে ও গাজীপুরে ৮৭১টি কারখানার মধ্যে একটি ছাড়া বাকি কারখানা খোলা আছে।
এদিকে, ঢাকা মহানগরী এলাকার ৩০১টি কারখানার মধ্যে একটি ছাড়া বাকি সব কারখানা চালু রয়েছে।