প্রবাসী আয়ে সেরা ঢাকা জেলা, দ্বিতীয় চট্টগ্রাম
বিদেশ থেকে পাঠানো অর্থ যেসব জেলার ব্যাংকের শাখাগুলোতে বেশি এসেছে, তাদের গত বছরের (২০২৪ সাল) ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানে প্রবাসী আয়ের শীর্ষে রয়েছে ঢাকা জেলা। পরের শীর্ষ অবস্থানে রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট জেলা।
অবশ্য দেশের আটটি বিভাগের মধ্যে চট্টগ্রামের ছয় জেলাই রয়েছে প্রবাসী আয়ের শীর্ষ তালিকায়। এই বিভাগের মোট ১১টি জেলার মধ্যে চট্টগ্রাম রয়েছে শীর্ষ তালিকার দ্বিতীয়তে। এছাড়া শীর্ষে আছে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও চাঁদপুর। তবে সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে একই বিভাগের বান্দরবান ও রাঙ্গামাটি জেলায়।
চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ছয় মাস বাংলাদেশ ব্যাংকের জেলাভিত্তিক হালনাগাদ রেমিট্যান্স বা প্রবাসী আয়ের তথ্য বলছে এসব কথা। সেখানে দেখা গেছে, গত ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্বর) প্রবাসীরা দেশে এক হাজার ৩৭৭ কোটি ৫৯ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন। এর মধ্যে আলোচিত ছয় মাসে প্রবাসী আয় ঢাকা বিভাগে এসেছে ৬৬৫ কোটি ৯০ লাখ ডলার। যা শীর্ষ স্থানে উঠে এসেছে। এই বিভাগের মোট ১৩টি জেলার মধ্যে ঢাকা রয়েছে শীর্ষ তালিকার প্রথমে। আলোচিত ছয় মাসে ঢাকা জেলায় প্রবাসী আয় এসেছে ৪৪৮ কোটি ৬০ লাখ ডলার। একই বিভাগের টাঙ্গাইল জেলায় প্রবাসী আয় এসেছে ২৮ কোটি ১৬ লাখ ডলার। যা দেশের মধ্যে শীর্ষ নবম অবস্থানে আছে।
এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে গত ছয় মাসে চট্টগ্রাম বিভাগের এসেছে ৩৮১ কোটি ৯৬ লাখ ডলার, সিলেটের ১২৪ কোটি ৬৬ লাখ ডলার, খুলনায় ৬৫ কোটি ২৪ লাখ ডলার, রাজশাহীতে ৫০ কোটি ৪২ লাখ ডলার, বরিশালে ৩৮ কোটি ৬০ লাখ ডলার, ময়মনসিংহে ২৮ কোটি ৭২ লাখ ডলার এবং রংপুরে ২২ কোটি ১০ লাখ ডলার।
অপরদিক প্রবাসী আয়ের শীর্ষ তালিকায় রয়েছে চট্টগ্রাম বিভাগের ছয় জেলা। আলোচিত ছয় মাসে এই বিভাগে প্রবাসী আয় এসেছে ৩৮১ কোটি ৯৬ লাখ ডলার। এগুলোর মধ্যে চট্টগ্রাম জেলায় প্রবাসী আয় এসেছে ১১৩ কোটি ২০ লাখ ডলার। এছাড়া কুমিল্লা জেলায় ৭৪ কোটি ৭৩ লাখ ডলার, নোয়াখালীতে ৪১ কোটি ৮৭ লাখ ডলার, ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ কোটি ৩০ লাখ ডলার, ফেনীতে ৩৯ কোটি চার লাখ ডলার এবং চাঁদপুরে ৩৭ কোটি ৪০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। সে হিসেবে, চট্টগ্রাম বিভাগে কুমিল্লা দ্বিতীয় এবং দেশের মধ্যে তৃতীয় অবস্থানে আছে। এরপর নোয়াখালী পঞ্চম, ব্রাহ্মণবাড়িয়া ষষ্ঠ, ফেনী সপ্তম ও অষ্টম অবস্থানে আছে চাঁদপুর। একই বিভাগের বান্দরবান জেলায় প্রবাসী আয় এসেছে এক কোটি পাঁচ লাখ ডলার। যা দেশের ৬৪ জেলার মধ্যে সর্বনিম্ন এটি। সবনিম্নে দ্বিতীয়তে রয়েছে রংপুর বিভাগের লালমনিরহাট। এই জেলায় প্রবাসী আয় এসেছে এক কোটি ২৬ লাখ ডলার।
এছাড়া সিলেট বিভাগে রয়েছে দুটি জেলা। এর মধ্যে সিলেট জেলায় প্রবাসী আয় এসেছে ৬৩ কোটি ৪৬ লাখ ডলার। যা দেশের মধ্যে শীর্ষ চতুর্থ অবস্থানে আছে। একই বিভাগের মৌলভীবাজার জেলায় প্রবাসী আয় এসেছে ২৬ কোটি ৮৬ লাখ ডলার। যা দেশের মধ্যে দশম অবস্থানে আছে।
এ ছাড়া অন্যান্য জেলার মধ্যে মুন্সীগঞ্জের মধ্যেমে প্রবাসী আয় এসেছে ২৪ কোটি ৬৫ লাখ ডলার, নরসিংদীতে ২৩ কোটি ৩০ লাখ ডলার, লক্ষ্মীপুরে ২১ কোটি ৯১ লাখ ডলার, নারায়ণগঞ্জে ২১ কোটি ৯০ লাখ ডলার, মাদারীপুরে ২০ কোটি ৯৬ লাখ ডলার, গাজীপুরে ২০ কোটি পাঁচ লাখ ডলার, কিশোরগঞ্জে ১৯ কোটি ১৩ লাখ ডলার, সুনামগঞ্জে ১৭ কোটি ৩১ লাখ ডলার, হবিগঞ্জে ১৭ কোটি তিন লাখ ডলার, শরীয়তপুরে ১৬ কোটি ৯ লাখ ডলার, বরিশালে ১৫ কোটি ২০ লাখ ডলার, ময়মনসিংহে ১৪ কোটি ৬৪ লাখ ডলার, মানিকগঞ্জে ১৩ কোটি ৪৩ লাখ ডলার, যশোরে ১১ কোটি ২৪ লাখ ডলার, বগুড়ায় ১০ কোটি ২৮ লাখ ডলার, কুষ্টিয়াতে ৯ কোটি ৩৯ লাখ ডলার, কক্সবাজারে ৯ কোটি পাঁচ লাখ ডলার, খুলনায় আট কোটি ৮৭ লাখ ডলার, গোপালগঞ্জে আট কোটি ৮১ লাখ ডলার, পাবনায় আট কোটি ৫০ লাখ ডলার, জামালপুরে আট কোটি এক ডলার, চুয়াডাঙ্গায় সাত কোটি ৬৮ লাখ ডলার, চাঁপাইনবাবগঞ্জে সাত কোটি ১২ লাখ ডলার, রাজশাহীতে ছয় কোটি ৩৭ লাখ ডলার, ভোলায় ছয় কোটি ২৭ লাখ ডলার, সিরাজগঞ্জে ছয় কোটি ২৫ লাখ ডলার, ঝিনাইদহে ছয় কোটি দুই লাখ ডলার, রাজবাড়ীর পাঁচ কোটি ৮১ লাখ ডলার, নওগাঁতে পাঁচ কোটি ৭৮ লাখ ডলার, পিরোজপুরে পাঁচ কোটি ২৯ লাখ ডলার, মেহেরপুরে পাঁচ কোটি ২৫ লাখ ডলার, সাতক্ষীরাতে পাঁচ কোটি ১৮ লাখ ডলার, রংপুরে পাঁচ কোটি ছয় লাখ ডলার, মাগুরায় চার কোটি ৪৫ লাখ ডলার, বাগেরহাটে চার কোটি ২২ লাখ ডলার, পটুয়াখালীতে চার কোটি ২৭ লাখ ডলার, নাটোরে চার কোটি তিন লাখ ডলার, বরগুনায় তিন কোটি ৯৩ লাখ ডলার, গাইবান্ধায় তিন কোটি ৯৩ লাখ ডলার, ঝালকাঠিতে তিন কোটি ৬৪ লাখ ডলার, দিনাজপুরে তিন কোটি ৫৪ লাখ ডলার, নেত্রকোণায় তিন কোটি ৫০ লাখ ডলার, নড়াইলে তিন কোটি চার লাখ ডলার, শেরপুরে দুই কোটি ৫৭ লাখ ডলার, কুড়িগ্রামে দুই কোটি ৫৫ লাখ ডলার, নীলফামারীতে দুই কোটি ৩৩ লাখ ডলার, খাগড়াছড়িতে দুই কোটি ১১ লাখ ডলার, জয়পুরহাটে দুই কোটি ৯ লাখ ডলার, ঠাকুরগাঁওতে এক কোটি ৯২ লাখ ডলার, পঞ্চগড়ে এক কোটি ৫২ লাখ ডলার এবং রাঙামাটিতে এক কোটি ২৬ লাখ ডলার।