অগ্নিসন্ত্রাসের ভয়াবহতা তুলে ধরে ঢাবিতে আলোকচিত্র প্রদর্শনী
জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, শিক্ষার সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে এবং ইতোপূর্বে সংঘটিত অগ্নিসন্ত্রাসের ভয়াবহতা তুলে ধরার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ডাকসুর সাবেক সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-সমাজসেবা সম্পাদক তানভীর হাসান সৈকত।
আজ শনিবার সকালে ঢাবির টিএসসি প্রাঙ্গণে আয়োজিত ‘জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাস : মানুষ হত্যার রাজনীতি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী চলবে আগামীকাল পর্যন্ত।
এ প্রদর্শনী দেখতে আসা শিক্ষার্থীরা বলছেন, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনের আগে-পরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির নজির রয়েছে। বিরোধী দলগুলোকে অতীতের বিভিন্ন সময়ে এমনটি করতে দেখা গেছে। এতে অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে। তাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আর অগ্নিসন্ত্রাসের রাজনীতি দেখতে চাই না।
প্রদর্শনীতে আসা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সৌরভ শর্মা বলেন, ‘টিএসসিতে এসে হঠাৎ এ আলোকচিত্র প্রদর্শনীর দিকে চোখ পড়ল। বর্তমানে দেশের মানুষ যে স্বাভাবিকভাবে চলা-ফেরা করতে পারছে। ২০১৪-১৫ সালের দিকে মানুষ ভয়ে ঘর থেকে বের হতে পারতো না।’
আলোকচিত্র প্রদর্শনীর আয়োজক তানভীর হাসান সৈকত বলেন, ‘স্বাধীনতাবিরোধী, মৌলবাদী, দেশবিরোধী অপশক্তি ও তাদের দোসররা ২০১৩, ২০১৪, ২০১৫ সালে যে জ্বালাও, পোড়াও, অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যার সহিংসতা চালিয়েছিল সে ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে। এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতেই আমাদের এই প্রচেষ্টা।’