অধ্যক্ষসহ দুজনের পদত্যাগ দাবি চমেক ছাত্রলীগের একাংশের
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ২৩ ছাত্রকে বহিষ্কারের প্রতিবাদে অধ্যক্ষ ডা. সাহেনা আক্তারসহ দুজনের পদত্যাগ দাবি করেছে ছাত্রলীগের একাংশ। অন্যথায় আইনি পদক্ষেপসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবাদী ছাত্ররা। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানো হয়।
সংবাদ সম্মেলনে মেডিকেল কলেজ ছাত্রলীগের একাংশ অভিযোগ করে, গত ৩০ অক্টোবর ছাত্র নামধারী একদল সন্ত্রাসী মেধাবী শিক্ষার্থী মাহাদী আকিবের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশে একাডেমিক কাউন্সিল গতকাল ২৩ ছাত্রকে বিভিন্ন মেয়াদে কলেজ থেকে বহিষ্কার করে।
সাংবাদিক সম্মেলনে বক্তারা একাডেমিক কাউন্সিল অবৈধ উল্লেখ করে নিরীহ ২৩ ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার জামায়াত শিবিরের এজেন্ডা বাস্তবায়নকারী ও পৃষ্ঠপোষক অভিযোগ করে তাঁর পদত্যাগসহ ইন্টার্ন হোস্টেলের তত্ত্বাবধায়ক পদ থেকে ডা. মিজানুর রহমানের পদত্যাগ দাবি করেন ছাত্রলীগ নেতারা।