অনির্দিষ্টকাল বন্ধ শাবিপ্রবি, কাল ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আগামীকাল দুপুর ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়াও অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে হল প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবিতে থাকা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের পর আজ রোববার রাতে সিন্ডিকেট সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, এরই মধ্যে বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার পদত্যাগ করেছেন। নতুন প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক নাজিয়া চৌধুরীকে।
এর আগে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের সময় টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, লাটিচার্জ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অবরুদ্ধ থাকা ভিসি ফরিদ উদ্দিন আহমেদসহ শিক্ষক ও কর্মকর্তাদের উদ্ধার করে।
এর আগে চতুর্থ দিনের আন্দোলন চলাকালীন যথাযথভাবে দাবি না মানায় শিক্ষার্থীরা হঠাৎ করেই ভিসিকে ধাওয়া করেন। এরপর আইআইসিটি ভবনে তাঁকে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। এরপর ফটকে শিক্ষার্থীরা তাঁদের বিক্ষোভ ও আন্দোলন চালিয়ে যান। শিক্ষকেরা তাঁদের দাবি মেনে নেওয়া হয়েছে বলে হলে ফিরে যেতে কয়েক দফা আহ্বান জানান। এরপরেও শিক্ষার্থীরা আজই দাবির বাস্তবায়ন চেয়ে আন্দোলন চালিয়ে যান। পরে পুলিশ তাঁদের সরে যেতে বললে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। শিক্ষার্থীদের ইট-পাটকেলের জবাবে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও লাটিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি শান্ত হলে ভিসিসহ শিক্ষকদের উদ্ধার করা হয়।
শিক্ষার্থীরা জানান, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্টকে আজকের মধ্যেই প্রত্যাহার করতে হবে। না হলে তাদের আন্দোলন চলবে।
দুপুর আড়াইটায় শিক্ষার্থীদের চলমান আন্দোলন থেকে সরে যাওয়ার আহ্বান জানায় শাবি প্রশাসন। এ সময় দাবি বাস্তবায়নে সাত দিনের সময় চাইলে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন।
সংঘর্ষের পর জরুরি সিন্ডিকেট সভায় বসে প্রশাসন। এ সময় অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া আগামীকাল দুপুর ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
গতকাল শনিবার রাতে অনির্দিষ্টকালের জন্য সব বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ রোববার সকাল ৮টা থেকে গোল চত্বরে তাঁরা চতুর্থ দিনের মতো আন্দোলন শুরু করেন। এ সময় ক্যাম্পাসে ছাত্র-শিক্ষকদের পরিবহণ প্রবেশ করতে দেওয়া হয়নি।
গত বৃহস্পতিবার রাত থেকে প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার পদত্যাগসহ তিন দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের আবাসিক ছাত্রীরা। দফায় দফায় তাঁদের এই আন্দোলন চলে। তাঁদের সঙ্গে আরও শিক্ষার্থী একাত্মতা পোষণ করে আন্দোলনে সম্পৃক্ত হন। গতকাল আন্দোলন চলাকালে ছাত্রলীগের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।