আজ থেকে তিন দিন বিদ্যুৎ থাকবে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় বৈদ্যুতিক সাব-স্টেশনের নতুন যন্ত্রপাতি স্থাপনের জন্য আজ ২১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বৈদ্যুতিক সাব-স্টেশনের নতুন যন্ত্রপাতি স্থাপনের জন্য বৃহস্পতি, শুক্র ও শনিবার, অর্থাৎ ২১ জুলাই থেকে ২৩ জুলাই—মোট তিন দিন ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ বিষয়ে হেলাল উদ্দিন বলেন, ‘সাব স্টেশনের কাজের কারণে তিন দিন বিশ্ববিদ্যালয়ে বিদুৎ থাকবে না। বন্ধের দিনে কাজ করতে চেয়েছিলাম, কিন্তু দুদিনে এ কাজ শেষ করা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ সময়ে ক্যাম্পাসে বিদ্যুৎ শাটডাউন থাকবে।’
রাতে যদি একদমই বিদ্যুৎ সংযোগ না থাকে ক্যাম্পাসে তাহলে ক্যাম্পাসের নিরাপত্তার জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল।