ইবিতে নিয়োগ সুবিধার ফোনালাপ ফাঁসের অভিযোগ, ভিসিকে অপসারণের দাবি
নিয়োগ সুবিধা দিতে ফোনালাপ ও পরে সেই অডিও ফাঁসের অভিযোগ তুলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আবদুস সালামের অপসারণের দাবি উঠেছে। এই দাবিতে ভিসির কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেছে অস্থায়ী চাকুরীজীবী পরিষদ। এদিকে, অডিও ক্লিপটিতে ভিসির কণ্ঠ নকল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে দাবি করে থানায় জিডি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ভিসির কার্যালয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় অস্থায়ী চাকুরীজিবী পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল করে কার্যালয়ের গেটে তালা দেওয়া হয়। এ সময় বিক্ষোভকারীরা দুর্নীতিবাজ আখ্যা দিয়ে ভিসির অপসারণ দাবি করেন এবং তাঁকে অবাঞ্চিত ঘোষণা করেন।
ঘণ্টাব্যাপী চলা ওই কর্মসূচিতে অস্থায়ী চাকুরীজিবী পরিষদের সভাপতি মিজানুর রহমান টিটুসহ বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। তবে, দাপ্তরিক কাজে জেলার বাইরে থাকায় ভিসি ড. আবদুস সালাম তাঁর কার্যালয়ে আসেননি বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিষয়ক একটি ফোনালাপ ফাঁস হয়। সেই ফোনালাপে একজন শিক্ষক নিয়োগের বিষয়ে প্রশ্ন ফাঁসসহ নিয়োগ প্রক্রিয়ায় কীভাবে তাকে উত্তীর্ণ করানো যায় সে বিষয়ে আলোচনা করতে শোনা গেছে। দাবি করা হচ্ছে, ওই অডিও ক্লিপটি ভিসি অধ্যাপক ড. আবদুস সালামের।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসান বলেন, ‘ভিসি স্যারের ভাবমূর্তি নষ্ট করতে ওনার কণ্ঠ নকল করে কেউ এই অডিও ক্লিপ যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে থাকতে পারে। এ বিষয়ে থানায় একডি জিডি করা হয়েছে।’