ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাবিতে শিক্ষকদের মানববন্ধন
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে তারা এ কর্মসূচি পালন করে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করছি, যে ছয়টি আরব দেশ ইসরায়েলের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছিল, তারা আজ কোথায়? জাতিসংঘ একটা অপদার্থে পরিণত হয়েছে। আজ জায়নবাদের যে প্রসার তার পেছনে আছে বাজারের সম্প্রসারণ। আমাদের প্রধানমন্ত্রী সেখানে চিকিৎসা-সামগ্রী পাঠিয়েছেন। মাহমুদ আব্বাসের কাছে চিঠি দিয়েছেন। তবে তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি যে আহ্বান জানিয়েছেন, তার প্রতি নজর দিতে হবে।’
আরবি বিভাগের অধ্যাপক মো. ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘তারা (ইসরায়েল) প্রতি বছর পরিকল্পিতভাবে রোজার মাসে এসব ঘটনা ঘটায়। ইসরায়েলের জমি দখলের প্রতিবাদে সবাই যখন প্রতিবাদ শুরু করল, তখন তারা বোমাবর্ষণ শুরু করে। যারা আমাদের মানবতার সবক দেন, কত ধরনের বুলি আওড়ান, তারা কত ধরনের অস্ত্রে সজ্জিত করেছে এই রাষ্ট্রটিকে। এই রাষ্ট্রটির জন্য তারা জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক সংস্থাকে ব্যবহার করছে। আমরা সারা বিশ্বের শান্তিপ্রিয় প্রতিটি মানুষের কাছে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানাই।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, ‘বিষফোঁড়ার মতো গজিয়ে ওঠা ইসরায়েল রাষ্ট্রটি বিভিন্নভাবে নিরীহ ফিলিস্তিনিদের ওপর নির্যাতন, আগ্রাসন চালিয়ে যাচ্ছে। একদিকে দেশটিকে দখলে নেওয়ার চক্রান্তে বিশ্বমোড়লদের সহায়তা রয়েছে। অন্যদিকে দুনিয়াব্যাপী সন্ত্রাসবাদ কায়েম করে অস্ত্রব্যবসা জিইয়ে রাখার পরিকল্পনা তাদের হাতে আছে। এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়, ওআইসি ও আরব বিশ্বের যে ভূমিকা রাখার কথা ছিল তা দেখতে পাইনি।’
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম খানের সঞ্চালনায় মানববন্ধনে সংগঠনের সহসভাপতি অধ্যাপক মো. সাইয়েদুজ্জামান, যুগ্ম সম্পাদক মো. সাজ্জাদ বকুল, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাখাওয়াত হোসেনসহ অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।