ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে র্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের এক ছাত্রীকে র্যাগিংয়ের ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের নির্দেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সেলীনা নাসরিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। চূড়ান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, আজ বুধবার সকালে ছাত্রলীগ নেত্রীদের র্যাগিংয়ের শিকার হওয়া ছাত্রী মুঠোফোনে জানান, তিনি পাবনায় গ্রামের বাড়িতে আছেন। তিনি ক্যাম্পাসে যেতে চান। কিন্তু, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সেলীনা নাসরিন বলেন, ‘ভুক্তভোগী ওই ছাত্রীর সঙ্গে আমার মুঠোফোনে কথা হয়েছে। আজ তাকে ক্যাম্পাসে আসতে বলা হলে, সে অসুস্থ বলে জানায়। তবে, ভুক্তভোগী ওই ছাত্রী আমাদের জানিয়ে ক্যাম্পাসে এলে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।’
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের গণরুমে গত রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে ছাত্রলীগ নেত্রীরা নির্যাতন করেছেন বলে অভিযোগ তুলেন প্রথম বর্ষের ওই ছাত্রী। ভুক্তভোগী ছাত্রীর ভাষ্যমতে, ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী ও তার অনুসারীরা নির্যাতন চালিয়েছেন। নির্যাতনের সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল ও এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।’
গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর, হলের প্রভোস্ট ও ছাত্র উপদেষ্টার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন ওই ছাত্রী। এদিকে, প্রশাসনের কাছে পাল্টা লিখিত অভিযোগ জমা দিয়েছেন অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী।