ঈদের ছুটি শেষে রাবির আবাসিক হল খুলেছে আজ
শবে কদর, মে দিবস ও ঈদুল ফিতরের ছুটি শেষে আজ রোববার খুলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। কার্ড দেখিয়ে হলে প্রবেশ করতে শুরু করেছেন আবাসিক শিক্ষার্থীরা। একই দিন শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কার্যক্রম।
আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘হলগুলো খোলার জন্য বিশ্ববিদ্যালয় থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন ছিল। হলের শৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে গতকাল শনিবার দুটি সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার নেতৃত্বে গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সঙ্গে ও বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় হল প্রাধ্যক্ষ পরিষদের সঙ্গে সভা দুটি অনুষ্ঠিত হয়।’
প্রদীপ কুমার পাণ্ডে জানান, শবে কদর, মে দিবস ও ঈদুর ফিতর উপলক্ষে গত ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত অফিস ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়। আজ হল খোলার পাশাপাশি শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম। তবে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে ১৫ মে থেকে।