ঈদের পর অনলাইন বা স্বশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত ইবির
করোনা পরিস্থিতি বিবেচনা করে ঈদুল আজহার এক সপ্তাহ পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে মর্মে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, অনলাইনে নাকি স্বশরীরে পরীক্ষা হবে তা বিভাগগুলোর একাডেমিক কমিটি স্থির করবে। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে অগ্রাধিকারের ভিত্তিতে বিভাগগুলো পরীক্ষা নেবে। কোনো বিভাগ একইসময়ে একাধিক ব্যাচের পরীক্ষা নিতে পারবে না। পরীক্ষা শুরুর আগে প্রশাসনকে অবগত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ১২০তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় চারজনকে পিএইচডি ও তিনজনকে এম.ফিল ডিগ্রি দেওয়া হয়।
ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমানসহ ডিন, সভাপতি ও অধ্যাপকবৃন্দ স্বশরীরে এবং ভার্চুয়ালি একাডেমিক কাউন্সিলের এ সভায় অংশগ্রহণ করেন।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপপরিচালক মো. রাজিবুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।